ausbedu.blogspot.com

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন


মনে করো তোমার নাম নাঈম/নাঈমা। তুমি সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ো। এখন, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।



তারিখ: ০৬/০৭/২০২০

বরাবর

প্রধান শিক্ষক,

সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। হঠাৎ জ্বর হওয়ার কারণে আমি গত ০৪/০৭/২০২০ তারিখ থেকে ০৫/০৭/২০২০ তারিখ পর্যন্ত দুই দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, আমার আকুল আবেদন, বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত দুই দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক

আপনার অনুগত ছাত্র/ছাত্রী

নাঈম/নাঈমা

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget