ausbedu.blogspot.com

জানলে অবাক হবেন জিন্সের প্যান্টে ছোট পকেট কেন থাকে।


সচরাচর জিন্সের পেন্টের সামনে দুটি পকেট থাকে। এর মধ্যেও অন্তত একটি পকেটের উপর আরও একটি ছোট পকেট থাকে। ছেলেদের হোক বা মেয়েদের জিন্সের প্যান্টে এই ছোট পকেট অকশ্যই থাকে। আমরা নিজেদের অভ্যাস ও প্রয়োজন অনুযায়ী পকেটটি ব্যাবহার করে থাকি। কিন্তু জিন্সের প্যান্টে এই ছোট পকেট কেন থাকে? চলুন উদঘাটস করা যাক সেই রহস্য।

এক বস্ত্র বিশেষজ্ঞ এই পকেটের রহস্যের কথা জানিয়েছেন। ১৮০০ সালের দিকে আমেরিকান কাউবয়রা চেইন লাগানো ঘড়ি ব্যাবহার করতেন। আর এই ঘরি রাখতেন তাদের ওয়েস্ট কোটের পকেটে। কিন্তু সে ক্ষে্ত্রে বেশির ভাগ সময়ই ঘড়িটি পরেগিয়ে ভেঙ্গে যাবার ভয় থাকত। ঘড়িটিকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্স ্প্যান্ট এ ছোট পকেটের আবির্ভাব ঘটে।


এখন অবশ্য ঐ ঘড়ির চলনেই। তবে ঐতিহ্য বজায় রেখে এখনো প্যান্টে এই ছোট পকেটটি রাখা হয়।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget